ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে এলো ১২৬০ টন চাল
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের শার্শা উপজেলার বেনাপোল দিয়ে ভারত থেকে পাঁচটি চালানে মোট ১২৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সর্বশেষ ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রোববার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন, বুধবার (২৭ আগস্ট) দুটি চালানে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৩ ট্রাকে ১০৫ মেট্রিক টন এবং শনিবার (৩০ আগস্ট) রাতে ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন চাল এসেছে।
এ নিয়ে মোট পাঁচটি চালানে আমদানি হলো ১২৬০ মেট্রিক টন চাল। আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে বড় আকারের চাল আমদানি শুরু করেছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, বিভিন্ন চালান বন্দর দিয়ে প্রবেশ করছে এবং এসব পণ্যের ছাড়করণের কাজ করছে ভূঁইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ নামের দুটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলু রহমান বলেন, চালের ছাড়করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় নথি জমা দেয়া হয়েছে। বন্দর অভ্যন্তরে থাকা সব চাল আজ রবিবার কাস্টমস ক্লিয়ারেন্স শেষে খালাস হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, চার মাস বন্ধ থাকার পর চাল আমদানি পুনরায় শুরু হওয়ায় বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে