Views Bangladesh Logo

নৌকাসহ ১২ জেলে অপহরণ, আরাকান আর্মির সংশ্লিষ্টতার অভিযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ ১২ জেলেকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ, শনিবার (২৩ আগস্ট) দুপুরে এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জড়িত।

অপহৃত জেলেরা হলেন মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। একজনের নাম জানা যায়নি। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন গণমাধ্যমে বলেন, নৌকাসহ ১২ জেলের অপহরণের বিষয়টি শুনেছি। আমরা সকলে কাজ করছি, যাতে তাদের দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হয়।

নৌকার মালিক সোলতান আহমেদ জানান, তার নৌকায় জেলেরা সাগরে মাছ শিকার করতে গিয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে তারা ঘাটের উদ্দেশে ফেরার সময় আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এর স্থায়ী সমাধান প্রয়োজন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৩0 জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহৃত হয়েছেন ১৫১ জন। বিজিবির সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে বিভিন্ন দফায় ফেরত আনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ