Views Bangladesh Logo

ভারী বৃষ্টিতে ১২ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির শঙ্কা

 VB  Desk

ভিবি ডেস্ক

লমান বৃষ্টিপাতের কারণে আগামী কয়েক দিনে দেশের ১২ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ পূর্বাভাস দেয়া হয়।

পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে ভারতের অরুণাচল ও মেঘালয় প্রদেশেও ভারী বৃষ্টির প্রবণতা দেখা গেছে। আগামী তিন দিন দেশের সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগে এবং ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে এবং পরের দিন স্থিতিশীল থাকবে। তিস্তা নদীর পানি নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমা ছুঁতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাউবো সূত্রে আরও জানা যায়, চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খালের পানি আগামী তিন দিন বাড়তে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এ ছাড়াও সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, যাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদ-নদীর পানি সমতলও আগামী দুই দিন বাড়বে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। এসব নদীর পানি সতর্কসীমাকে ছুঁলেই সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ