পাপনসহ ১১ পরিচালকের পদ বাতিল
সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ জন পরিচালকের পদ বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক বিবৃতিতে বিসিবি জানায়, টানা ৩ সভায় হাজির না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী ১২জন পরিচালকের পদ বাতিল করা হয়েছে। তারা হলেন নাজমুল হাসান পাপন, আ জ ম নাসির, শেখ সোহেল, মঞ্জুর কাদের, আহমেদ নজিব, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সফিউল আলম চৌধুরী নাদেল, তানভির আহমেদ টিটু, ওবায়েদ নিজাম ও গাজী গোলাম মোর্তজা পাপ্পা।
একই সভায় নাঈমুর রহমান দুর্জয়, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের আবেদন অনুমোদন দেয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে