সাংবাদিক বিভুরঞ্জনের মৃত্যুতে দেশি-বিদেশি ১০৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি
দেশি-বিদেশি মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, লেখক, শিক্ষক, শিল্পী ও এক্টিভিস্টসহ মোট ১০৯ জন বিশিষ্ট নাগরিক একযোগে সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের অপমৃত্যুর তদন্ত এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মিডিয়া উইংয়ের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের সুষ্ঠু আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী ও এক্টিভিস্টরা যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে সাংবাদিকদের ওপর অবর্ণনীয় নির্যাতন চলছে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হচ্ছে, এবং নানারকম লিখিত ও অলিখিত নিয়ন্ত্রণ, চাপ ও আতঙ্কের মাধ্যমে সাংবাদিকদের দমন করা হচ্ছে।
বিবৃতিদাতারা বলেন, এই পরিস্থিতির সর্বশেষ শিকার হয়েছেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার, যার মরদেহ উদ্ধার করা হয়েছে গত ২২ আগস্ট নদী থেকে। একই দিনে একটি জাতীয় দৈনিক তার লেখা খোলা চিঠি প্রকাশ করে, যেখানে তিনি সরাসরি সরকারের পক্ষ থেকে ‘চাপ’ ও ‘আতঙ্ক’ সৃষ্টির অভিযোগ তুলেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশি-বিদেশি বিশিষ্ট নাগরিকরা একযোগে বিবৃতি দিয়েছেন।
তারা দাবি জানান, সাংবাদিক বিভুরঞ্জনের মৃত্যু ও খোলা চিঠিতে উল্লিখিত অভিযোগগুলোকে কেন্দ্র করে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত গঠন করতে হবে। পাশাপাশি সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১৩ মাসে ৩০০’র বেশি সাংবাদিককে হত্যা মামলা ও হয়রানিমূলক মামলার আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৪০ জনকে। এমনকি এক বছর আগের ঘটনায় এখনো সাংবাদিকদের নামে মামলা দায়ের অব্যাহত রয়েছে। কাউকে কাউকে পুরানো মামলায় নতুন করে আসামি করা হচ্ছে। এছাড়া শতাধিক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, ১৬৮ জনের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, সহস্রাধিক সাংবাদিকের চাকরিচ্যুতি এবং দুর্নীতি দমন কমিশনে হেনস্তামূলক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে। এমতাবস্থায় নিরাপত্তার অভাবে বহু সাংবাদিক দেশ ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
এ জন্য অবিলম্বে কারাবন্দি সকল সাংবাদিকের মুক্তিসহ হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের উপর যেকোনো ধরনের নিপীড়ন বন্ধের দাবি জানান বিশিষ্টজনেরা।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন :
১. একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, যুক্তরাষ্ট্র
২. ৭১ ব্রিগেডের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী
৩. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওমর সেলিম শের, কানাডা
৪. বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালী, যুক্তরাষ্ট্র
৫. বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, যুক্তরাষ্ট্র
৬. বীর মুক্তিযোদ্ধা ও লেখক গিলবার্ট নির্মল বাইন
৭. বীর মুক্তিযোদ্ধা ড. মহসীন আলী, যুক্তরাষ্ট্র
৮. বীর মুক্তিযোদ্ধা ও বিচারক আক্তার জামান, সুইডেন
৯. সাবেক এম্বাসাডর হারুন আল রশিদ
১০. ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মঞ্জু, কানাডা
১১. কবি-লেখক তসলিমা নাসরিন
১২. সাহিত্যিক, কবি ও অধ্যাপক ড. সেজান মাহমুদ, যুক্তরাষ্ট্র
১৩. সাংবাদিক ফজলুল বারী, অস্ট্রেলিয়া
১৪. সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র
১৫. সাংবাদিক সাইফুল আমিন, কানাডা
১৬. অধ্যাপক ড. শ্যামল দাস, যুক্তরাষ্ট্র
১৭. ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, যুক্তরাজ্য
১৮. ব্যারিস্টার সাঈদ আবেদিন, যুক্তরাজ্য
১৯. ড. রায়হান রশিদ, ট্রাস্টি, আইসিএসএফ, যুক্তরাজ্য
২০. লেখক অধ্যাপক ডা. আবুল হাসনাত মিল্টন, অস্ট্রেলিয়া
২১. সাবেক কূটনীতিক ইঞ্জিনিয়ার সফিকুর রহমান অনু, নিউজিল্যান্ড
২২. ড. প্রদীপ রঞ্জন কর, সংগঠক, যুক্তরাষ্ট্র
২৩. ড. দিলীপ নাথ, যুক্তরাষ্ট্র
২৪. লেখক কলামিস্ট শীতাংশু গুহ, যুক্তরাষ্ট্র
২৫. এড. শাহ বখতিয়ার, যুক্তরাষ্ট্র
২৬. হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
২৭. শফিকুল আলম বরকত, যুক্তরাষ্ট্র
২৮. মোস্তাইন দ্বারা বিল্লাহ, যুক্তরাষ্ট্র
২৯. রওশন আরা নীপা, যুক্তরাষ্ট্র
৩০. অধ্যাপক ড. নীরু কামরুন নাহার, যুক্তরাষ্ট্র
৩১. শামীম চৌধুরী, সভাপতি, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্র
৩২. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, মহাসচিব, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্র
৩৩. অধ্যাপক আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৪. সাবেক কূটনীতিক আরিফা রহমান রুমা, যুক্তরাষ্ট্র
৩৫. সাংবাদিক সাব্বির খান, সুইডেন
৩৬. অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৭. ডা. ফরহাদ আলী খান, সাবেক ভিপি, ঢামেকসু, সুইডেন
৩৮. সৈয়দ বোরহান কবীর, প্রধান সম্পাদক, বাংলা ইনসাইডার
৩৯. সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৪০. আকতার হোসেন, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৪১. শিবলী চৌধুরী, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
৪২. সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, গ্লোবাল টেলিভিশন
৪৩. আবদুল হাই শিকদার, প্রধান সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা
৪৪. আহমেদ নোমান, প্রধান সম্পাদক, দৈনিক ঢাকা প্রতিদিন
৪৫. সাংবাদিক সাখাওয়াত লিপু, সুইডেন
৪৬. সাংবাদিক আনিস আহমেদ, কানাডা
৪৭. সাংবাদিক ফরিদ কবির, যুক্তরাজ্য
৪৮. সাংবাদিক জুলফিকার আলী, কানাডা
৪৯. সাংবাদিক আনোয়ারা বেগম, যুক্তরাষ্ট্র
৫০. সাংবাদিক নাজমা বেগম, অস্ট্রেলিয়া
৫১. লেখক ও গবেষক ড. কামরুজ্জামান মিয়া, যুক্তরাষ্ট্র
৫২. লেখক শওকত হোসেন, কানাডা
৫৩. লেখক জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র
৫৪. কবি কামরুন নাহার, যুক্তরাষ্ট্র
৫৫. কবি আবুল কাসেম, যুক্তরাজ্য
৫৬. কবি মাসুদা খাতুন, কানাডা
৫৭. কবি সেলিনা পারভীন, অস্ট্রেলিয়া
৫৮. কবি রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র
৫৯. আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন, যুক্তরাজ্য
৬০. আইনজীবী এডভোকেট রুবিনা সুলতানা, কানাডা
৬১. আইনজীবী এডভোকেট আজাদ হোসেন, যুক্তরাষ্ট্র
৬২. আইনজীবী এডভোকেট রশিদা আক্তার, সুইডেন
৬৩. আইনজীবী ব্যারিস্টার সালেহ আহমেদ, অস্ট্রেলিয়া
৬৪. অধ্যাপক মাহবুবা রহমান, কানাডা
৬৫. অধ্যাপক মোহাম্মদ আলী খান, যুক্তরাষ্ট্র
৬৬. অধ্যাপক শাহনাজ পারভীন, যুক্তরাজ্য
৬৭. অধ্যাপক সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র
৬৮. অধ্যাপক ফরহাদ মজিদ, কানাডা
৬৯. অধ্যাপক আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র
৭০. মানবাধিকারকর্মী মাহমুদা বেগম, যুক্তরাষ্ট্র
৭১. মানবাধিকারকর্মী আসমা সিদ্দিকা, কানাডা
৭২. মানবাধিকারকর্মী মিজানুর রহমান, যুক্তরাজ্য
৭৩. মানবাধিকারকর্মী সেলিনা হক, অস্ট্রেলিয়া
৭৪. মানবাধিকারকর্মী রাশেদা আক্তার, যুক্তরাষ্ট্র
৭৫. সংগঠক মাসুদ রানা, যুক্তরাষ্ট্র
৭৬. সংগঠক সাইফুল আলম, কানাডা
৭৭. সংগঠক রওশন আরা বেগম, যুক্তরাজ্য
৭৮. সংগঠক নুরুল ইসলাম, যুক্তরাষ্ট্র
৭৯. সংগঠক মকবুল হোসেন, কানাডা
৮০. সংগঠক আনোয়ার হোসেন, অস্ট্রেলিয়া
৮১. সংগঠক সেলিম আহমেদ, যুক্তরাষ্ট্র
৮২. সাংস্কৃতিক সংগঠক ফারহানা ইসলাম, যুক্তরাজ্য
৮৩. সাংস্কৃতিক সংগঠক রুবিনা রহমান, যুক্তরাষ্ট্র
৮৪. সাংস্কৃতিক সংগঠক শওকত আলম, কানাডা
৮৫. সাংস্কৃতিক সংগঠক সালাহউদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্র
৮৬. সাংস্কৃতিক সংগঠক কামরুজ্জামান রানা, সুইডেন
৮৭. সাংস্কৃতিক কর্মী মনোয়ারা বেগম, যুক্তরাজ্য
৮৮. সাংস্কৃতিক কর্মী হাসিনা বেগম, যুক্তরাষ্ট্র
৮৯. সাংস্কৃতিক কর্মী আনিসুর রহমান, কানাডা
৯০. সাংস্কৃতিক কর্মী শামীমা নাজনীন, অস্ট্রেলিয়া
৯১. সাংস্কৃতিক কর্মী সেলিনা আক্তার, যুক্তরাষ্ট্র
৯২. লেখক কবি রাশেদ কবির, যুক্তরাষ্ট্র
৯৩. লেখক কবি লুৎফর রহমান, কানাডা
৯৪. লেখক কবি ফারহানা সুলতানা, যুক্তরাজ্য
৯৫. লেখক কবি শওকত আলী, যুক্তরাষ্ট্র
৯৬. লেখক কবি মাহমুদা হক, অস্ট্রেলিয়া
৯৭. লেখক কবি নাসরিন জাহান, যুক্তরাষ্ট্র
৯৮. লেখক কবি মোস্তাফিজুর রহমান, কানাডা
৯৯. লেখক কবি সাইফুল হক, যুক্তরাজ্য
১০০. লেখক কবি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র
১০১. লেখক কবি শাহনাজ আক্তার, অস্ট্রেলিয়া
১০২. গবেষক মিজানুর রহমান, যুক্তরাজ্য
১০৩. গবেষক আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র
১০৪. গবেষক মাহফুজা সুলতানা, কানাডা
১০৫. গবেষক শওকত হোসেন, অস্ট্রেলিয়া
১০৬. গবেষক সালেহা বেগম, যুক্তরাষ্ট্র
১০৭. গবেষক শাহিনুর রহমান, যুক্তরাজ্য
১০৮. গবেষক সেলিম রেজা, কানাডা
১০৯. গবেষক কামরুল ইসলাম, যুক্তরাষ্ট্র।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে