Views Bangladesh Logo

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ১০৬৪৪ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে মোট ১০ হাজার ৬৪৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশে এবার নতুন ইতিহাস সৃষ্টি করেছে পিএসসি। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে ৪৬তম বিসিএসে ১৩ দিনের মধ্যে ফল প্রকাশ হয়েছিল।

পিএসসি জানিয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার রাখে।

গত ১৯ সেপ্টেম্বর দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

২০২৪ সালের ২৮ নভেম্বর পিএসসি ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিসিএসে ক্যাডার পদ শূন্য রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। সব মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।


উল্লেখ্য, ৪৭তম বিসিএসের অনলাইনে আবেদন গ্রহণ ১০ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল, তার এক দিন আগেই প্রক্রিয়াটি স্থগিত করা হয়। পরবর্তীতে ২৬ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর উভয়ই কমানো হয়। মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। ফলে বিসিএস পরীক্ষার মোট নম্বর ১,১০০ থেকে কমে ১,০০০ করা হয়। এবারই প্রথমবারের মতো প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়।

আবেদন গ্রহণ করা হয় ২৮ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রাথমিক পরীক্ষা মূলত ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সেটি ৪৩ দিন পিছিয়ে পরে অনুষ্ঠিত হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ