চট্টগ্রাম স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষে আহত ১০
চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্টইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
আহতব্যক্তিদেরজুলাইযোদ্ধাদাবিকরেছেজাতীয়নাগরিককমিটি (এনসিপি)।
এ ঘটনায়পুলিশছয়জনকেআটককরেছে।
পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে তিন জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তারা হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা।
এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্ট সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ধারণ এবং ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। খেলা দেখতে যাওয়া সাধারণ দর্শকেরাসহ অন্যরা এর প্রতিবাদ করলে ওই সময় ছাত্রলীগের হামলায় কমপক্ষে ১০ জন জুলাই যোদ্ধা আহত হয়েছেন। এর মধ্যে তিন জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়েপাহাড়তলীথানারওসিজসিমউদ্দিনবলেন, স্টেডিয়ামেহাতাহাতিরঘটনায়আটককৃত ছয়জনের নাম–ঠিকানা যাচাই–বাছাই করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে