Views Bangladesh Logo

যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ১০ জন আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে মহেশপুর উপজেলার বাগধাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মুনশি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তসংলগ্ন একটি মহগনি বাগান থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তারা বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

বিজিবি কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের সঙ্গে এক দম্পতির পাঁচ বছরের শিশুও ছিল। আটককৃতদের শিশুসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ