নীলফামারী ইপিজেডে শ্রমিক-যৌথ বাহিনীর সংঘর্ষে নিহত ১
নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষ শুরু হয়।
এর আগে সোমবার গভীর রাতে ইপিজেডের এভারগ্রিন কোম্পানি ও ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং হঠাৎ বন্ধ ঘোষণা করলে হাজারো শ্রমিক সকালে কর্মসূচি নিয়ে বিক্ষোভে নামেন এবং ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
পরে পুলিশের সঙ্গে বারবার সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভেনচুরা লেদারের শ্রমিক মো. হাবিব নিহত হন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের ক্ষোভ আরও বেড়ে যায়।
সংঘর্ষের কারণে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম ফারহান জানান, নিহত শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
শ্রমিকরা গত দুই দিন ধরে ছাঁটাই বন্ধ ও কর্মপরিবেশ উন্নত করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে