ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা একজন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় নিহতের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা রেলওয়ে স্টেশনের পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হন আরও ১১ জন বাসযাত্রী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে থেমে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে