ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা ব্রিজ সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস ওরফে চান মিয়া (৭০)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর স্রীরামপুরের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে ফরিদপুরের আটরশিগামী যাত্রীবাহী বাসটি কামারখোলা ব্রিজের ঢালের কাছে দাঁড়িয়ে ছিল। এ সময় মালবোঝাই একটি ট্রাক মাওয়ার দিকে যাওয়ার সময় পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ছয়জনকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—আশরাফুল ইসলাম (৪০), হেলাল উদ্দিন (৩৪), হাজেরা খাতুন (৫০), আর্শেদ আলী (৫০) এবং মো. সোহেল (৩০)। তারা সবাই ময়মনসিংহের বিভিন্ন এলাকার বাসিন্দা।
হাসারা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়ার পর এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হয়।
তিনি আরও জানান, এই দুর্ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে