Views Bangladesh Logo

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ১১

রাঙামাটির সাজেকে গভীর খাদে পর্যটকবাহী গাড়ি পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানা বলেন, সাজেকের হাউসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম প্রাথমিকভাবে রিংকী আক্তার বলে জানা গেছে, যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন

ইউএনও আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল আজ সকালে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় গাড়িটিতে ১২ শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলেই রিংকী নামের ওই শিক্ষার্থী মারা যান।

এ দুর্ঘটনার পর সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। চিকিৎসার জন্য আহতদেরকে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

এ ব্যাপারে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, ময়নাতদন্তের জন্য নিহত শিক্ষার্থীর মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ