Views Bangladesh Logo

মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় হত্যার ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে ২২ বছর বয়সী মোরছালিনকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইয়ুম তালুকদার জানান, হত্যাকাণ্ডের মাত্র দুই দিন আগে মোরছালিন যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন। তাকে নিয়ে শুক্রবার হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে।

গত শনিবার রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়। রোববার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে রক্তাক্ত মরদেহ দেখতে পান।

পরে নিহত দম্পতির বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় মোরছালিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোরছালিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ