বাড্ডায় গুলিতে যুবক নিহত
রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে নিহত হয়েছেন মামুন শিকদার (৩৯) নামে এক যুবক। বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কে বা কারা মামুন শিকদারকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তিনি আরও জানান, নিহত মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সেখানে ভাড়া থাকতেন না। ঘটনাটি মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় ঘটে।
ওসি বলেন, নিহত ব্যক্তি পেশায় শ্রমজীবী ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে