মাদুরোকে ভেনিজুয়েলা ছাড়তে ‘আল্টিমেটাম’ দিয়েছেন ট্রাম্প: রিপোর্ট
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগ করে অবিলম্বে দেশ ছেড়ে যাওয়ার জন্য 'আল্টিমেটাম' দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, খবর মিয়ামি হেরাল্ড।
প্রতিবেদনে বলা হয়, মাদুরো যদি অবিলম্বে পদত্যাগ করেন, তাহলে দেশ ত্যাগের পর তার নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র।
মাদুরো এবং ট্রাম্পের মধ্যে গত নভেম্বরে টেলিফোনে কথোপকথনের বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সূত্রগুলো বলেছে, মাদুরো, তার স্ত্রী এবং তার ছেলে যদি এখনই পদত্যাগ করেন, তবে তাকে 'নিরাপদ পথ' দেওয়ার নিশ্চয়তা দিতে আমেরিকা প্রস্তুত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি সূত্রের মতে, নেতাদের ফোনালাপ ছিল 'সরাসরি সংঘর্ষ এড়াতে শেষ প্রচেষ্টা।'
প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল, কাতার এবং তুরস্ক এই ফোনালাপের আয়োজন করেছিল। তবে ওয়াশিংটনের দাবি মাদুরো সরকার প্রত্যাখ্যান করেছিল।
এরই মধ্যে গত শনিবার ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা 'সম্পূর্ণরূপে বন্ধ' বলে বিবেচিত হবে।
হেরাল্ড আরও জানিয়েছে, মাদুরো সরকার ওয়াশিংটনের নেতার সঙ্গে ফোনকলের আরেকটি সময়সূচি নির্ধারণের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া মেলেনি।
ওয়াশিংটন ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে কোনো প্রমাণ না দিয়ে অভিযোগ করেছে, মাদক পাচার রোধে মাদুরো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প ইতোমধ্যে সিআইএকে ভেনেজুয়েলায় 'গোপন অভিযান' পরিচালনার অনুমতি দিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো বারবার জানিয়েছে, ওয়াশিংটন শিগগিরই ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা শুরু করতে পারে।
গত ২৭ নভেম্বর ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলা থেকে মাদক পাচার রোধে আমেরিকা 'খুব শিগগিরই স্থল অভিযান' শুরু করবে। তবে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ কেমন হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে