ঢাকায় আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান।
দুই দিনের সফরে তিনি বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছাবেন।
ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যারোনেস জেনি চ্যাপম্যান দুই দিনের সফরে বাংলাদেশে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তামূলক এবং নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখছে—এমন কর্মসূচিগুলো পরিদর্শন করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিনে ঢাকায় এসে কক্সবাজারে চলে যাবেন জেনি চ্যাপম্যান। সারা দিন রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন এবং নানা পর্যায়ের বৈঠক শেষে তিনি সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। এরপর তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরদিন অর্থাৎ শুক্রবার তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিডার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সামগ্রিকভাবে বাংলাদেশে চলমান পরিস্থিতিসহ দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে তিনি আলোচনা করবেন।
সফরের প্রাক্কালে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস চ্যাপম্যান বলেছেন, যুক্তরাজ্য গর্বের সঙ্গে সত্যিকারের অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে। বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা থেকে শুরু করে জলবায়ু সংকট মোকাবিলা, অনিয়মিত অভিবাসন এই দুই দেশের যৌথ কর্মকাণ্ড উভয় দেশের জন্য বাস্তব ও ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে