ভোলায় তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ
ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টাকে ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন ‘আমরা-ভোলাবাসী’ সংগঠনের সদস্যরা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
অবরুদ্ধ হওয়া উপদেষ্টারা হলেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এর আগে বিকেল ৪টার দিকে তারা ভোলার অর্থনৈতিক উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টারা জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হওয়ার সময় আন্দোলনকারীরা তাদের গাড়ির সামনে শুয়ে পড়ে পথরোধ করে স্লোগান দিতে থাকেন। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে উপদেষ্টারা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, এর আগের এক আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইন উদ্দীন ও বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির জানান, ডিসেম্বরেই ভোলা-বরিশাল সেতুর নির্মাণকাজ শুরু হবে। কিন্তু আজকের সভায় ফাওজুল কবির বলেন, সেতুর নকশার কাজ এখনো শুরু হয়নি এবং বিষয়টি নীতিগত সিদ্ধান্তে আটকে আছে।
এই বক্তব্যের পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা এবং সভা শেষে বিক্ষোভ করতে থাকেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে