Views Bangladesh Logo

সৌদিতে অমুসলিম বিদেশিদের মদ কেনার অনুমতি

সৌদি আরবে দীর্ঘদিন ধরে মদ বিক্রি নিষিদ্ধ থাকলেও সম্প্রতি অমুসলিম বিদেশি নাগরিকদের জন্য সীমিত পরিসরে মদ কেনার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। এর আগে কেবল বিদেশি কূটনীতিকরা রাজধানী রিয়াদের একটি অনুমোদিত দোকান থেকে অ্যালকোহল কিনতে পারতেন।

এএফপি ও নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এখন থেকে প্রিমিয়াম ভিসাধারী এবং মাসিক ন্যূনতম ৫০ হাজার রিয়াল আয়কারী বিদেশিরা সেই দোকান থেকে মদ কিনতে পারবেন। তবে ক্রেতাকে অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে।

রাজধানীর কূটনৈতিক এলাকায় অবস্থিত দোকানটি বর্তমানে সৌদির একমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত লিকার শপ। সেখানে মদ বিক্রি করা হলেও দোকানেই পান করার ব্যবস্থা নেই।

বিদেশিদের জন্য দোকানটি খোলার পর থেকে প্রতিদিনই সেখানে ভিড় দেখা যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর সৌদির অর্থনীতি বৈচিত্র্যময় করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। অ-তেলখাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরানেও আরও দুইটি অনুমোদিত লিকার শপ খোলার পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ