Views Bangladesh Logo

সন্দ্বীপে ক্বেরাত সম্মেলনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, বিতর্কের ঝড়

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের সন্দ্বীপে একটি ক্বেরাত সম্মেলনে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় তীব্র সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে।

সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের মুখে পাকিস্তানপন্থী স্লোগান শোনা যায় বলে স্থানীয়রা জানান। স্লোগানের একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ডিসেম্বরের প্রথম দিনে—মুক্তিযুদ্ধে বিজয়ের মাসের শুরুতেই—এমন ঘটনা ঘটায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের ভেতরে পাকিস্তানপন্থী স্লোগান দেওয়া মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করার শামিল।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি দ্রুত আলোচনার কেন্দ্রে উঠে আসে। স্থানীয় মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ