Views Bangladesh Logo

আফগানিস্তানে ফের হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের ভেতরে আবারও অভিযান চালাতে পারে পাকিস্তান-এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে প্রাণঘাতী হামলার পর এই ঘোষণা এসেছে পাকিস্তানের পক্ষ থেকে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, গত দুই দিনে দেশটিতে দুটি বড় হামলার ঘটনা ঘটেছে। একটির লক্ষ্য ছিল দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজ, অপরটি রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণ। এই দুই ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

জিও নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, সাম্প্রতিক হামলাগুলোর পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেন, পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানে আশ্রয় পাচ্ছে। তালেবানের নিন্দা বিবৃতিকে 'অবিশ্বাসযোগ্য' বলে আখ্যা দিয়ে আসিফ বলেন, 'তালেবানের ছায়াতেই এই গোষ্ঠীগুলো আমাদের ওপর হামলা করছে।'

খাজা আসিফ আরও বলেন, 'ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান তার সমান জবাব দেবে। তবে পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না, কিন্তু হামলার জবাব হবে কঠোর।'

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে সেনাবাহিনী শুধু সীমান্তে লড়ছে, ইসলামাবাদের এই হামলাই তাদের চোখ খুলে দেওয়ার মতো।'

তিনি আরও বলেন, সন্ত্রাসবিরোধী এই লড়াই শুধু সেনাবাহিনীর নয়-এটি সমগ্র পাকিস্তানের যুদ্ধ। সেনাদের ত্যাগেই জাতি নিরাপত্তা অনুভব করছে।

খাজা আসিফ আফগান নেতৃত্বের উদ্দেশে বলেন, 'কাবুল চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারে। কিন্তু ইসলামাবাদের হামলার বার্তা এসেছে কাবুল থেকেই।'

রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, ইসলামাবাদের হামলা প্রমাণ করেছে, 'আমাদের সব অঞ্চলই এখন তাদের নাগালের মধ্যে।' তবে পাকিস্তান কোথাও-সীমান্তে বা শহরে-সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলার জবাব শক্তভাবে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ