Views Bangladesh Logo

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কায় বাতিল নবান্ন উৎসব

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে বাতিল করা হয়েছে এবারের ‘নবান্ন উৎসব’। রোববার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজনের ঘোষণা দিলেও কিছুক্ষণ পরই ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ’ জানায়, বর্তমান পরিস্থিতিতে শিল্পী, অভিভাবক ও শিশুদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির দিন সড়কের পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। বিভিন্ন সূত্রে রোববার ‘শাটডাউন’ কর্মসূচির খবর পাওয়ায় শিল্পী ও অংশগ্রহণকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। শিশু ও অভিভাবকদের নিরাপত্তাকে সর্বোচ্চ বিবেচনায় রেখেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অনুষ্ঠান আয়োজনের জন্য কোনো ভেন্যু না পাওয়াও বড় বাধা হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বকুলতলা, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি এবং কলাবাগান মাঠ—কোথাও অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত ছায়ানটে আয়োজনের প্রস্তুতি নিলেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সেটিও বাতিল করতে হয়েছে।

এদিকে ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ জানিয়েছে, তারা রবিবার বিকেল ৪টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘নবান্ন উৎসব ১৪৩২’ আয়োজন করবে। জুলাই অভ্যুত্থানের পর গঠিত এই প্ল্যাটফর্ম সারাদেশে বাঙালির ঋতুভিত্তিক উৎসব উদযাপনের উদ্যোগ নিয়ে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ