Views Bangladesh Logo

ফ্যাসিবাদ পরাজয়ে জাতীয় ঐক্য অপরিহার্য: প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদকে পরাজিত করে দেশকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

শনিবার (১ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, 'আমরা জাতির ভবিষ্যৎ গঠনের এক বড় চ্যালেঞ্জের মুখে আছি। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একা মোকাবিলা করতে পারবে না। প্রতিকূলতার মধ্যেও সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে।'

ড. ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছেন, তা একটি 'ঐতিহাসিক অর্জন।' তিনি বলেন, এই সনদ ভবিষ্যতের রাজনীতির দিকনির্দেশনা দেবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

প্রধান উপদেষ্টা বলেন, জনগণ এখন এমন সংস্কারের প্রত্যাশা করছে যা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলবে, স্বৈরশাসন প্রতিরোধ করবে, উন্নয়ন নিশ্চিত করবে এবং নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা করবে।

তিনি আরও বলেন, সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হলো এই সংস্কারগুলো আমাদের নিজেদের উদ্যোগে নেওয়া, বাইরে থেকে চাপিয়ে দেওয়া নয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো বিদেশি মধ্যস্থতার পরিবর্তে সংলাপের পথ বেছে নিয়েছে। আমরা বিশ্বের কাছে ঐক্যের এক অনন্য উদাহরণ স্থাপন করেছি।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দারকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ যারা মাসের পর মাস এই দীর্ঘ আলোচনার সঙ্গে থেকেছেন, ঐকমত্য কমিশনের সকল কার্যকলাপ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী শক্তি জাতিকে বিভক্ত করতে চায়। তাদের পরাজিত করে বাংলাদেশকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ