Views Bangladesh Logo

কুড়িগ্রামে তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে

ত্তর জনপদের জেলা কুড়িগ্রামে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরের ঘন কুয়াশা আর হিমেল হাওয়া মিলিয়ে বাড়ছে ঠাণ্ডার তীব্রতা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

শীত বেড়ে যাওয়ায় জেলা সদরসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। সকালে তাপমাত্রা কমে যাওয়ায় দিনমজুরদের কাজের ক্ষেত্রেও প্রভাব পড়ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, শীত মোকাবেলায় জেলার ৯টি উপজেলায় ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল কেনার কার্যক্রম চলছে এবং তালিকা অনুসারে শীতার্ত মানুষের মাঝে সেগুলো বিতরণ করা হবে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, 'আজ জেলার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ