Views Bangladesh Logo

রাজধানীসহ সারা দেশে চলছে প্রতিমা বিসর্জন

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পাঁচ দিনব্যাপী আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দুপুর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন নদ-নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়।

এবার রাজধানীর বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদীর ১০টি ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে দুপুরের পর থেকেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্ত, পূজারী ও দর্শনার্থীদের ঢল নামে। ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। কক্সবাজার সমুদ্র সৈকতেও একই চিত্র দেখা যায়। রাজশাহী, সিলেট, রাঙামাটি, খুলনাসহ দেশের সব জেলায়ও প্রতিমা বিসর্জন চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে বিজয়া দশমীর সকালে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় দেখা যায়। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা দেবীর কাছে রোগ, শোক ও ক্লেশ থেকে মুক্তির জন্য অঞ্জলি দেন। অঞ্জলি শেষে দর্পণ ও ঘট বিসর্জনের মাধ্যমে দশমীর পূজা সম্পন্ন হয়। এরপর দেবীকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন হিন্দু নারীরা। সবশেষে, শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন স্থলে নিয়ে যাওয়া হয়।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি বছর শরৎকালে দেবী দুর্গা কৈলাস থেকে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। এই আগমন ও প্রস্থানের মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে চলে দুর্গোৎসব। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মা দুর্গা আবার কৈলাসে ফিরে যান, ভক্তদের মনে রেখে যান এক বছরের প্রতীক্ষা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ