টানা বর্ষণ-তুষারপাতে নেপালে এভারেস্টের পাদদেশে আটকে পড়েছে কয়েক শ’ পর্যটক
নেপালের এভারেস্ট অঞ্চলে টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে কয়েক শত পর্যটক আটকা পড়েছেন।
শনিবার ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, লুকলা এলাকায় তিন দিন ধরে বিমান চলাচল বন্ধ থাকায় পর্যটকরা কাঠমান্ডু ফিরে যেতে পারছেন না।
লুকলা বিমানবন্দর ও আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গেছে। স্থানীয় সহকারী জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার থেকে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ফলে এভারেস্ট বেস ক্যাম্পের ট্রেকিং শেষে ফিরে আসা পর্যটকরা হোটেল পেতে সমস্যায় পড়েছেন।
তারা এয়ারলাইন্সের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, অন্তত এক হাজার ৫০০ জন পর্যটক ইতিমধ্যেই লুকলায় আটকা পড়েছেন। নেপালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনও কোশিসহ অন্যান্য পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে