Views Bangladesh Logo

গোয়ায় নাইটক্লাবে আগুন লাগার ঘটনায় নিহত ২৩

ভারতের জনপ্রিয় পর্যটনরাজ্য গোয়ার একটি নাইটক্লাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ক্লাবকর্মী ও পর্যটক- উভয়ই রয়েছেন। শনিবার রাত ১২টার পর উত্তর গোয়ার আরপুরার বাগা বিচে অবস্থিত ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই নাইটক্লাবে আগুন লাগে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বিবিসি জানায়, ক্লাবটির রান্নাঘরেই আগুনের সূত্রপাত হয়। রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে আগুন।

রাজ্য পুলিশের কর্মকর্তারা জানান, উদ্ধার মরদেহের বেশিরভাগই রান্নাঘর ও এর আশপাশ থেকে পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে—নিহতদের অধিকাংশই ক্লাবের কর্মচারী। এছাড়া ৩–৪ জন পর্যটকের মরদেহও উদ্ধার করা হয়েছে, যাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রোববার ভোরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গোয়ার পুলিশ মহাপরিচালক আলোক কুমার জানান, আগুন মূলত রান্নাঘর ও প্রথম তলায় সীমাবদ্ধ ছিল। রোববার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলেও তিনি জানান।

অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। এক বিবৃতিতে তিনি বলেন, 'গোয়ার মানুষের জন্য আজ বড় কষ্টের দিন। যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা।' তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং যারাই অবহেলার জন্য দায়ী হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ