Views Bangladesh Logo

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনের চারবারের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার শুক্রবার সকালে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-অফিস সম্পাদক শেখ মো. এনামুল হক মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

আব্দুল মান্নান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ