মেক্সিকোর হার্মোসিলোতে ভয়াবহ আগুন, নিহত ২৩
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর হার্মোসিলো শহরে শনিবার একটি ডিসকাউন্ট স্টোরে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন।
দেশজুড়ে চলা ‘ডে অব দ্য ডেড’ উৎসবের দিন এই দুর্ঘটনা ঘটে।
রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসো দুরাজো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অধিকাংশ নিহত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে প্রাণ হারিয়েছেন।
রাষ্ট্রীয় কৌঁসুলি গুস্তাভো সালাস জানিয়েছেন, ফরেনসিক মেডিকেল সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোনোরার রেড ক্রস জানিয়েছে, ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নিয়েছে এবং আহতদের ছয় দফায় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এর সূত্রপাত নিয়ে তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এটি হয়তো শর্ট সার্কিট থেকে শুরু হয়েছে। শহরের ফায়ার সার্ভিস প্রধান জানিয়েছেন, আগুনের আগে বিস্ফোরণ ঘটেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ওয়ালডোস নামের জনপ্রিয় ডিসকাউন্ট চেইনের দোকানটি কোনও ধরনের হামলার লক্ষ্যবস্তু ছিল না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে