Views Bangladesh Logo

সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠন

ম্পাদক পরিষদের নতুন সভাপতি হয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর। সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। এবং সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। পরিষদের সংবিধান অনুযায়ী নির্বাচিত নতুন কমিটির মেয়াদ আগামী দুই বছর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পরিষদের বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটির নির্বাচনে তারা নির্বাচিত হন।

এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মো. মোজ্জাম্মেল হক, দৈনিক ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন- দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন। দৈনিক সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের ও ডেইলি সান সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস)। অনলাইনে যুক্ত ছিলেন- দৈনিক পূর্বকোণ সম্পাদক ড. এম. রমিজউদ্দিন চৌধুরী ও সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশ্যে মাহমুদ।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে পরস্পর সহযোগিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ