Views Bangladesh Logo

তুরাগে আবাসিক ভবনে আগুন, আহত ৫

রাজধানীর তুরাগে একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় রোববার ভোরে আগুনের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন সামান্য দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মোট ২৩ জনকে নিরাপদে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নামে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন লাগার পর প্রথমে ভবনের উপরের বাসিন্দাদের তত্ত্বাবধানে ছাদে নেওয়া হয়। পরে আগুন নিয়ন্ত্রণে এলে সিঁড়ি দিয়ে সবাইকে নিচে নামিয়ে আনা হয়।

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ