Views Bangladesh Logo

গোপালগঞ্জে কারফিউ বাড়ল শনিবার সকাল পর্যন্ত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার পরপরই জারি করা কারফিউ শনিবার সকাল পর্যন্ত বাড়িয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসনের জারি করা সর্বশেষ নির্দেশনায় জানানো হয়েছে, শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

এর আগে ১৬ জুলাই বিকেলে এনসিপির একটি পদযাত্রায় হামলার ঘটনায় অন্তত কয়েকজন নিহত হন। এ হামলার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

পরে তা ধাপে ধাপে বাড়ানো হয়—প্রথমে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত এবং এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে কার্যকর করা হয়।

তবে শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যান চলাচলে কিছুটা শিথিলতা লক্ষ করা গেছে। খুলে দেয়া হয়েছে আন্তঃজেলা বাস সার্ভিস, রাস্তায় মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক বেশি।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং কারফিউ চলাকালীন সবাইকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ