সিটি কলেজে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
ঢাকা সিটি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে শুক্রবার (১৮ জুলাই) দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করেছে।
শুক্রবার সকাল থেকেই এইচএসসি ২৫তম ও ২৬তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। তারা অধ্যক্ষের স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে স্লোগান দেন এবং বর্তমান প্রশাসনিক সিন্ডিকেট বিলুপ্তির দাবি জানান।
বিক্ষোভরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ নিয়ামুল হক একনায়কতান্ত্রিক মনোভাব নিয়ে কলেজ পরিচালনা করছেন। তার ঘনিষ্ঠ কিছু ব্যক্তি প্রশাসনের বিভিন্ন অনিয়মে জড়িত। শিক্ষার্থীরা ঘোষণা দেন, আহত শিক্ষার্থীদের বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে অংশগ্রহণ, অভ্যন্তরীণ পরীক্ষা ও ফি প্রদানসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করবেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। অথচ কলেজ প্রশাসন ফটক বন্ধ করে আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। এটি আমাদের গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন।'
২৬তম ব্যাচের শিক্ষার্থী রাইহান হোসেন বলেন, 'আমরা ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই। কিন্তু একজন স্বঘোষিত অধ্যক্ষের স্বেচ্ছাচারী আচরণের কারণে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা আহত হওয়ার পরও কোনো তদন্ত হয়নি। আমরা তার পদত্যাগ ছাড়া কিছুই মেনে নেব না।'
২৫তম ব্যাচের তাসনিম আক্তার বলেন, 'এর আগের ব্যাচের শিক্ষার্থীরাও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, কিন্তু তখন সব দমন করা হয়েছে। এবার আমরা দমন হতে দেব না। প্রশাসনের কোনো নোটিশ মেনে নেব না। তারা শিক্ষার্থীদের পক্ষে নয়, বরং গেট বন্ধ করে আমাদের কণ্ঠরোধ করতে চাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।'
এদিকে, কলেজ ক্যাম্পাসের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে উত্তেজনা বজায় রয়েছে।
এর আগে, গত ৮ জুলাই শিক্ষক-শিক্ষার্থী সংঘর্ষে মেহেদী হাসান তানিম ও অপু নামের দুই শিক্ষার্থী আহত হন। সেই ঘটনার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রশাসন একাধিকবার অভ্যন্তরীণ পরীক্ষা ও ভর্তি কার্যক্রম স্থগিত করেছে।
তবে চলমান অস্থিরতা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো লিখিত বিবৃতি প্রকাশ করেনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে