৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক প্রদান করলেন প্রধান উপদেষ্টা
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবারও চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বছর পদকপ্রাপ্তরা হলেন— নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পদকপ্রাপ্তদের পরিবার-পরিজনসহ আরও অনেকে।
দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে