Views Bangladesh Logo

ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষে বিএসপিইউএর নিন্দা প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

শুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।


বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকস (বিএসপিইউএ) এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে এটি নিঃসন্দেহে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।


বিএসপিইউএ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) কমিটি গঠন করে সুষ্ঠু তদন্ত শুরু করার জন্য ধন্যবাদ জানিয়েছে। সংগঠনটি আশা করছে, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে, দোষীরা চিহ্নিত হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হবে।


সংগঠনটি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছে এবং বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয় ও আহত শিক্ষার্থীদের পূর্ণ ক্ষতিপূরণ, সুচিকিৎসা নিশ্চিত করা এবং অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুঃখ প্রকাশসহ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।


ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, প্রশাসন, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের ধৈর্যের সঙ্গে গঠনমূলক ভূমিকা পালনেরও আহ্বান জানিয়েছে বিএসপিইউএ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ