Views Bangladesh Logo

গণতন্ত্রের জন্য জাতীয় নির্বাচনের ওপর গুরুত্বারোপ বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার উদ্দেশ্যে চলমান ষড়যন্ত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে জাহিদ বলেন, 'আমাদের মধ্যেই কিছু লোক ছায়ার আড়ালে থেকে গণতন্ত্র ধ্বংস করতে চায়। তাদের মুখোশ উন্মোচন করা আমাদের দায়িত্ব।'

সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের কাছে এক ভাঙারী ব্যবসায়ীর হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনায় কিছু সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও দল ও সংশ্লিষ্ট সংগঠনগুলো দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চলমান ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানান।

জাহিদ বলেন, 'আপনারা কেন আগুন নিয়ে খেলছেন? কেন দেশের রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করে অন্যের হাতের ক্রীড়নক হতে চাইছেন?'

তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অস্পষ্ট অনুপাতিক প্রতিনিধিত্ব বা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলার পরিবর্তে গণতান্ত্রিক ও স্পষ্ট কর্মসূচি উপস্থাপন করে।

তিনি বলেন, 'গণতন্ত্রের জন্য লড়াই জাতীয় নির্বাচনকেন্দ্রিক, স্থানীয় নির্বাচনকেন্দ্রিক নয়।' তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্রকে বিলম্বিত করার যেকোনো চেষ্টা কেবল ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে।

তিনি আরও বলেন, 'জনগণকে দীর্ঘদিন ধরে শক্তিহীন করে রাখলে তারা একসময় জেগে উঠবে, আর তখন আপনারাই সেই আগুনে পুড়ে ছারখার হবেন।'

তিনি ধৈর্য ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, বিএনপি কর্তৃত্ববাদবিরোধী লড়াই চালিয়ে যাবে, এবং ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এনে দেবে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে জাহিদ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেন। তিনি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সফরের সময় কোটালিপাড়ার মতো নিরাপত্তাবেষ্টিত এলাকাতেও কিভাবে বোমা হামলার ঘটনা ঘটে?

তিনি বলেন, 'ফরিদপুর ও নড়াইলে সবকিছু শান্তিপূর্ণভাবে হয়েছে, তাহলে কেবল গোপালগঞ্জেই কেন এমন ঘটনা ঘটল?'

জাহিদ তার বক্তব্য শেষ করেন এই আহ্বান জানিয়ে—দলীয় ভেতরে যারা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বাইরে থেকে আসা কর্তৃত্ববাদী শক্তির সঙ্গে মিলে কাজ করছে, তাদেরও চিহ্নিত করে সামনে আনতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ