গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, যান চলাচল বন্ধ
গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেইট এলাকায় এ বিক্ষোভ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরে নতুন করে ৬ আসন যুক্ত করার প্রস্তাবনা নিয়ে হাইকোর্টে মামলা চলছিল। সম্প্রতি আদালত ছয় আসন বাতিলের রায় দেন। ওই রায়ের প্রতিবাদে এবং আসন বহালের দাবিতে বিএনপি বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ চলাকালে দলটির নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত কমিশনার) মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ‘টঙ্গীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ হচ্ছে। যার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে