রাজশাহীতে বিচারকের বাসায় হামলা
দুই দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিচারকদের
রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তের হামলায় তার পুত্র তাওসিফ রহমান সুমন নিহত এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হওয়ার পর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন দুই দফা দাবি জানিয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত শুক্রবারের (১৪ নভেম্বর) বিবৃতিতে বলা হয়েছে, প্রথমত দেশের সব আদালত, বিচারকের বাসস্থান এবং যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী অবিলম্বে নিয়োগ করতে হবে। দ্বিতীয়ত রাজশাহীর ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যারা গ্রেপ্তারকৃত আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করেছিলেন।
অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই দুই দাবি পূরণ না হলে রোববার (১৬ নভেম্বর) থেকে সারাদেশের বিচারকেরা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
বিবৃতিতে বলা হয়েছে, প্রকাশ্য দিবালোকে বিচারক পরিবারের উপর হামলার ঘটনায় বিচার বিভাগ গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছে। বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া জেলা পর্যায়ের বিচারকদের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহন নেই, ফলে অনেককে অরক্ষিত ভাড়া বাসায় থাকতে হয় এবং রিকশা বা পায়ে যাতায়াত করতে হয়।
বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তি বিচারকের মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় প্রবেশ করে সুমনকে হত্যা করে এবং স্ত্রী তাসমিন নাহারকে গুরুতর আহত করে। হামলাকারীও আহত অবস্থায় আটক হয়। পরিদর্শনকালে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, হামলাকারীর পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে, তিনি চালক। সম্ভবত তার সঙ্গে পূর্ববিরোধ ছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে