Views Bangladesh Logo

৩০ ঘণ্টা পর দেশের পথে দুবাইয়ে আটকা পড়া বিমানের ২৭৫ যাত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ প্রায় ৩০ ঘণ্টা পর অবশেষে দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটকে পড়া বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি। স্থানীয় সময় শুক্রবার ভোর ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিট) এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

এর আগে উড়োজাহাজটি গত বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে ২৭৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড (অচল অবস্থায় রাখা) করা হয়। যাত্রীদের মধ্যে ৫৫ জনের গন্তব্য ছিল ঢাকা, বাকি ২২০ জনের গন্তব্য চট্টগ্রাম। যাত্রীদের মধ্যে শিশু ও প্রবীণরাও রয়েছেন।

এ বিষয়ে বিমানের দুবাই স্টেশন ম্যানেজার দস্তগীর বলেন, রাতে বিমানের একটি ফিরতি ফ্লাইটে করে দেশ থেকে বিকল উড়োজাহাজের জন্য যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যন্ত্রাংশ প্রতিস্থাপন করে এটি উড্ডয়নের উপযোগী করে তোলা হচ্ছে।

যাত্রীদের মধ্যে একজন, ফেনীর দাগনভূঞা উপজেলার জয়নাল আবেদীন জানান, দ্বিতীয় দফায় বোর্ডিং অনুমতি নিয়ে রাত সাড়ে ৩টা থেকে আমরা দুবাই এয়ারপোর্ট টার্মিনাল-১-এ দেশে ফেরার জন্য অপেক্ষা শুরু করেছি। আরেক যাত্রী আহসান চৌধুরী বলেন, স্থানীয় সময় রাত ২টায় থেকে পুনরায় আমাদের বোর্ডিং পাস দেওয়া শুরু হয়। এর আগে বিমান কর্তৃপক্ষ আমাদের হোটেল থেকে বিমানবন্দরে নিয়ে আসে।

বিমান সংশ্লিষ্টরা জানান, উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে চলাচলে অনুপযোগী হয়ে পড়লে যাত্রীদের বেশিরভাগকে দুবাইয়ের হোটেলে পাঠানো হয়। তবে ১২ সদস্যের একটি পরিবার হোটেলে না গিয়ে বিমানবন্দরের লাউঞ্জেই অবস্থান করেন।

এর আগে বুধবার রাত ১০টা ৫০ মিনিটে দুবাইয়ে অবতরণ করে ফ্লাইটটি। বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রামে অবতরণের কথা থাকলেও তা আর সম্ভব হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ