Views Bangladesh Logo

সিলেট–সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

সিলেট–সুনামগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতের এ অভিযানকে এখন পর্যন্ত ওই অঞ্চলের ‘সবচেয়ে বড় চালান’ বলছে বাহিনীটি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক শুক্রবার সকালে বিজিবির সিলেট সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় বিজিবি সদস্যরা প্রতাপপুর, প্রতাপপুর দমদমিয়া, শ্রীপুর, বিচনাকান্দি (গোয়াইনঘাট), জৈন্তাপুর (সিলেট) ও সোনালীচেলা (ছাতক, সুনামগঞ্জ) সীমান্ত চৌকি এলাকায় একযোগে অভিযান চালান।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, সানগ্লাস, বিপুল পরিমাণ কসমেটিকস, গবাদিপশু এবং অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকা। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

এছাড়া একটি পৃথক অভিযানে গোয়াইনঘাট ও ফতেপুরের মধ্যবর্তী সারে নদীর পাশে একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে গুদামের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ