Views Bangladesh Logo

জয়ের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

য়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে পুরোটা সময় আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের ক্যারিয়ারসেরা ১৬৯ রানের ইনিংস, সাদমান ইসলামের ৮০ ও মুমিনুল হকের অপরাজিত ৮০ রানের কল্যাণে দিনশেষে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৩৩৮ রান। এতে ৫২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

বুধবার দিনের শুরুতে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৮৬ রানে। জবাবে জয়-সাদমানের উদ্বোধনী জুটি তোলে ১৬৮ রান—যা গত এক দশকে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। সাদমান আউট হন ১০৪ বলে ৮০ রান করে।

এরপর জয় ও মুমিনুল আর কোনো উইকেট না হারিয়ে দলকে এগিয়ে নেন। জয় তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ও ঘরের মাঠে প্রথম সেঞ্চুরি। আর মুমিনুল ফর্মে ফেরার ইঙ্গিত দেন নিজের ২৩তম ফিফটিতে। দিনশেষে জয় অপরাজিত ১৬৯ ও মুমিনুল ৮০ রানে মাঠ ছাড়েন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ