Views Bangladesh Logo

সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ব্যাংককে প্রথমবারের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করতে যাচ্ছে সরকার। ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ২০২৫’ নামে একটি খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে, যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পাবে পূর্ণ স্বায়ত্তশাসন, জবাবদিহি এবং আর্থিক খাতে একচ্ছত্র নিয়ন্ত্রণের ক্ষমতা। এটি কার্যকর হলে বাংলাদেশ ব্যাংক নির্বাহী বিভাগের অধীন দপ্তর নয়, বরং একটি স্বাধীন ও সাংবিধানিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, খসড়া আইনটি পর্যালোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে। আইন কার্যকরের পর ব্যাংকটি শুধু সংসদের কাছে জবাবদিহি করবে এবং নির্বাহী বিভাগের প্রভাব থেকে অনেকটাই মুক্ত থাকবে।

নতুন আইনে বাংলাদেশ ব্যাংক সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠানের মর্যাদা পাবে। গভর্নর ও ডেপুটি গভর্নররা ছয় বছরের জন্য নিয়োগ পাবেন সংসদের অনুমোদন ও প্রধানমন্ত্রীর সুপারিশে। তাদের অপসারণের ক্ষেত্রেও থাকবে নির্দিষ্ট প্রক্রিয়া ও শুনানির বিধান। দায়িত্ব গ্রহণের আগে তারা শপথ নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে।

আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—বাংলাদেশ ব্যাংককে পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন দেয়া। ফলে ব্যাংকটি একক নিয়ন্ত্রক হিসেবে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং মুদ্রানীতির ওপর কর্তৃত্ব বজায় রাখবে।

বিশ্লেষকরা বলছেন, এ পদক্ষেপ বাংলাদেশ ব্যাংককে একটি সত্যিকারের স্বাধীন আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানে পরিণত করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ