Views Bangladesh Logo

বাংলাদেশের সব দুর্ঘটনা ও গণতন্ত্রবিনাশের ইতিহাসে আওয়ামী লীগ জড়িত: সালাহউদ্দিন আহমদ

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের ইতিহাসে ঘটে যাওয়া প্রতিটি দুর্ঘটনা, গণতন্ত্রের বিনাশ ও সর্বনাশের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'বাংলাদেশের যত দুর্ঘটনা, গণতন্ত্রের ধ্বংস ও রাষ্ট্রের সর্বনাশ ঘটেছে—সবকিছুর পেছনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। অনেকেই বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পরোক্ষভাবে জড়িত ছিলেন।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কার, দেশের সমৃদ্ধি ও উন্নয়ন—সবই হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার হাত ধরে। তারা দেশকে আত্মনির্ভরতার পথে নিয়ে গেছেন।'

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, '২০২৪ সালে ছাত্র–জনতা ও গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্বে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।'

আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, আর সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ