Views Bangladesh Logo

৩১ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ জনকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এডিসি হিসেবে বদলি করা কর্মকর্তাদের তাদের নতুন কর্মস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হলো।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যদি তা না হয়, তবে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) ধরা হবে।

যদি বদলি করা কর্মকর্তার কর্মস্থল ইতিমধ্যেই পরিবর্তন হয়ে থাকে, তবে তিনি নতুন দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ