ভাঙ্গায় বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলটি ফরিদপুরমুখী লেনে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর অপর আরোহীকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতরা হলেন সুমন (২৫), ইমন (২২) ও মো. আশিক মোল্লা (২২)। তিনজনই কুষ্টিয়ার কুমারখালী থানার সদকী মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে এবং মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অজ্ঞাত বাসের সন্ধানে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, সকালে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে