গাজীপুরে তিনটি বাসে আগুন
গাজীপুরে মঙ্গলবার রাত ও বুধবার ভোরে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাগুলো জেলার ভোগড়া, শ্রীপুর ও কালিয়াকৈর এলাকায় ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার ভোরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
একই সময়ে শ্রীপুর উপজেলার বেড়াইদ চালা এলাকায় আরেকটি মিনিবাসে আগুন দেওয়া হয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কিছু অংশ পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, পেয়ারাবাগান এলাকার বাসটির ক্ষয়ক্ষতি আনুমানিক ২০ লাখ টাকা এবং শ্রীপুরের ঘটনায় ১০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে