Views Bangladesh Logo

তুরস্কের সামরিক উড়োজাহাজ বিধ্বস্তে ২০ জন নিহত

র্জিয়ায় তুরস্কের একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ক্রুসহ এতে থাকা ২০ আরোহীর সবাই নিহত হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আজারবাইজানের গাঞ্জা বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করে। পথে জর্জিয়ার পূর্বাঞ্চলে পৌঁছানোর পর বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের এক্স অ্যাকাউন্টে নিহতদের ছবি প্রকাশ করা হয়েছে। তবে এতে দুর্ঘটনার কারণ উল্লেখ করা হয়নি। আজারবাইজানের একটি গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও প্রকাশ হয়। এতে দেখা যায়, উড়োজাহাজটি ভূমিতে পড়ার সময় আশপাশে ধ্বংসাবশেষ ছিটকে পড়ছে।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ঘটনাটি সিগনাঘি এলাকার। এটি আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উড়োজাহাজটি তাদের আকাশসীমায় প্রবেশের পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কোনো বিপদ সংকেতও পাঠায়নি। জরুরি সেবা দেওয়ার সংস্থা থেকে দুর্ঘটনার বিষয়ে প্রথম জানা যায়।

সি-১৩০ হারকিউলিস সামরিক কার্গো উড়োজাহাজটি মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ