Views Bangladesh Logo

মাইলস্টোন ট্রাজেডির ১১৪ দিন পর চিকিৎসা শেষে বাড়ি ফিরল আরও ২ শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১১৪ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাড়ি ফিরেছেন দুই শিক্ষার্থী- সাইবা জাহান সাইমা (১০) ও সাইরা জাহান (১০)। তারা উভয়েই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (১২ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এ পর্যন্ত বিমান দুর্ঘটনায় দগ্ধ ৩৩ জন শিক্ষার্থী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন, '২১ জুলাই একটি মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থীর সঙ্গে তারাও দগ্ধ হয়। প্রায় চার মাস তারা দুইজন আমাদের এখানে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে সাইমার শরীরের ১০ শতাংশ এবং সাইরা জাহানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে আরও ৩ জন আমাদের এখানে ভর্তি আছে । '

উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি বিধ্বস্তের কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ